আমি , বুম্বা , বুম্বার সাধের মারুতি গাড়ি আর তার সাথে যদি গুগল ম্যাপ থাকে , তাহলে সে এক সাংঘাতিক কম্বিনেশন তৈরী করে। কত পথ যে আমরা ভুল করেছি , কত জায়গায় গিয়ে যে হারিয়ে গিয়েছি , সেসব অভিজ্ঞতার গল্প করলে একটা বই লেখা হয়ে যাবে। পরে কোনো পোস্টে সেসব গল্প করা যাবে। আপাতত আমরা…
অনেকগুলো বাঁক নেয়ার পর আমরা যে জায়গায় আছি , এখানে এবার আমার একটু ভয় করতে লাগলো। হঠাৎ মনে হলো , কিছু যেন একটা উর্দ্ধশ্বাসে ছুটে পালিয়ে গেলো , সেদিকে তাকাতেই দেখলাম পাতা একটু নড়ছে। কিছুক্ষণ আগেও কেউ যেন এখানে ছিল। মনে হলো , বন্যপ্রাণেরা আমাদের ওপর নজর রেখেছে।
আমিও মনোযোগ সহকারে দেখতে গিয়ে দেখলাম, এক প্রকান্ড কালো রঙের প্রাণী। পেশীবহুল ওই প্রাণীর শরীর, মাথার জায়গাটায় একটু সোনালী লোম এবং হালকা নীলচে বাদামী রঙের ধারালো উদ্ধত শিং জোড়া। এটিকেই বলা হয় গাউর। ডুয়ার্সের অধিকাংশ জঙ্গলেই দলবেঁধে ঘোরাঘুরি করে এরা। তবে গাউরকে দেখতে গেলে, যে পাখিটির সাহায্য দরকার সেটি হলো বক। আমি প্রথমে একটি বককেই…
The Hosts
Samantha and Olivia are both writers and activists.