আগাহ খানের প্রাসাদ

ঐতিহাসিক গুরুত্ব দিয়ে বিচার করলে দেখা যাবে, এই প্রাসাদেই মহাত্মা গান্ধী জীবনের প্রায় ২ বছর গৃহবন্দী ছিলেন। সেই ভারত ছাড়ো আন্দোলনের সময়ের কথা। ২০১৫ তে একবার এই প্রাসাদ দেখার সুযোগ পেয়েছিলাম,আজ গান্ধীজির জন্মদিনে আপনাদের সাথে সেই অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই।

বছর পাঁচেক আগে সম্ভবতঃ অক্টোবর মাসের এক পড়ন্ত বিকেলে, হঠাৎ করে বৌদির উদ্যোগে পৌঁছলাম আগাহ খানের প্রাসাদে। তখনও অবধি কোনো ধারণা ছিল না এই প্রাসাদের ব্যাপারে। শুধু বৌদির থেকে শুনেছিলাম এখানে গান্ধীজি ব্রিটিশ আমলে নজরবন্দি ছিলেন। সত্যি কথা বলতে আমার খুব একটা যে আগ্রহ ছিল না প্রাসাদ দেখার। তবুও বিকেলে একটু ঘুরতে বেরোনোর নামে স্থির করলাম দেখেই আসি। বলতে ভুলে গেছি, এই প্রাসাদ পুনে শহরে অবস্থিত। কিভাবে যাবেন বলাই বাহুল্য , আগাহ খান প্যালেস বললে পুনে স্টেশন বা এয়ারপোর্ট থেকে যেকোনো অটো, ওলা বা উবের আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। তাছাড়া গুগল ম্যাপ তো আছেই।

আগাহ খানের প্রাসাদ

প্রাসাদে ঢুকলাম টিকিট কেটে। কোনো ভীড় ছিল না, আমরাই ছিলাম শুধু। প্রাসাদ প্রাঙ্গনে ঢুকতেই চোখে পরে সেই বিশাল বড়ো প্রাসাদ যা প্রায় ৭ একর জায়গার ওপরে বানানো। প্রাসাদের ভেতরে অনেককটি হল ঘর ছিল। সবগুলিতে ঢোকার অনুমতিও মেলেনি। মোট প্রাঙ্গনের জায়গা ১৯ একর, যার ৭ একরের ওপরে তৈরী এই প্রাসাদ। মনে মনে ভাবছিলাম, গান্ধীজি তো বেশ ভালোই ছিলেন। এতো বড়ো প্রাসাদে নজরবন্দি থাকাও ভাগ্যের ব্যাপার। ধীরে ধীরে সব ঘর দেখে পৌঁছলাম সবথেকে গুরুত্বপূর্ণ ঘরে। গান্ধীজির শয়নকক্ষ।

বিশাল প্রাসাদের সামনেটা

ওনার ব্যবহৃত সব জিনিস সেরোমি সাজিয়ে রাখা। এই একটি ঘরেই নিজে বন্দি হয়ে থেকেছেন প্রায় ২ বছর। পাশের ঘরে গান্ধীজির স্ত্রী কস্তুরবা দেবী থাকতেন। আর ছিল তাদের ব্যবহৃত কিছু সরঞ্জাম। একটি বেশ বড়ো বাথরুমও ওই ঘরের সাথে লাগোয়া ছিল। একটু ইতিহাসের তথ্য ঘাঁটলে জানা যাবে, ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ সরকার গান্ধীজিকে এই বাড়িতে গৃহবন্দী করে। তারিখ ছিল ৯ই অগাস্ট ১৯৪২। গান্ধীজি বন্দি থাকেন ৬ই মে ১৯৪৪ অবধি। এই বাড়িতেই তাঁর স্ত্রী কস্তুরবা দেবী ২২ শে ফেব্রুয়ারী ১৯৪৪ সালে দেহত্যাগ করেন। গান্ধীজির তৎকালীন সেক্রেটারি মহাদেব দেশাইও এই বাড়িতেই মারা যান। ওই গৃহবন্দীর সময় গান্ধীজির সাথে সরোজিনী নাইডুও ছিলেন। ২০০৩ সালে কেন্দ্র সরকার এই প্রাসাদকে জাতীয় গুরুত্ব হিসেবে স্বীকার করেছে। তারপর থেকে সাধারণ মানুষের জন্যে টিকিট কেটে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। সব জায়গার ছবি তোলার অনুমতি ছিল না, যেকটি তুলতে পেরেছিলাম সেগুলো দিয়ে দিলাম।

ওনার ব্যবহৃত কিছু জিনিস

আজ এই অতিমারীর সময়ে যখন নিজে ২ দিনও বাড়ি বসে থাকতে পারছি না, তখন ভাবছি কি করে একটা লোক ১০০ কোটি দেশবাসীর কথা ভেবে নিজে ২ বছর একটামাত্র ঘরে লেখাপড়া করে কাটিয়ে দিলেন। তার আদর্শবাদ ছিল সেই ভিত যা দিয়ে ভারতের স্বাধীনতা সফলভাবে স্থাপিত হয়েছিল। ভাবতে পারেন এক অহিংসাবাদিকে কেন ভয় পেতো ব্রিটিশ সরকার ? এর কারণ তার এই অহিংসাবাদকে মেনে নিয়ে চলা এতো সহজ কাজ নয়, যেখানে ধর্মের কারণে এক মানুষ অন্য মানুষকে মেরে ফেলতে চাইছে। এই মতবাদ নিয়ে বিপুল পরিমান জনসমর্থন জোগাড় করাও সহজ কাজ ছিল না। বর্তমান প্রজন্মের অনেকেই তার এই কৃতিত্বের কথা স্বীকার না করলেও, অনুরোধ রইলো তাঁর কাজকে যেন কালিমালিপ্ত না করা হয়।

জাতির জনক মহাত্মা গান্ধী

আজ এই ২রা অক্টোবরে জাল খবরে মাথা না গলিয়ে, একবার গান্ধীজির ইতিহাসটা পড়েই দেখুন না। অন্তত উইকিপিডিয়া পেজটি পরে নিন। সঠিক তথ্যগুলি জেনে নিন।

Leave a comment